উইন্ডোজ ৮ সম্পর্কে তথ্য জানা গেছে খুবই কম। যতটুকু জানা গেছে তাতে একটি বিষয় প্রকাশ পেয়েছে, শুরু থেকে চলে আসা ফাইল, এডিট, ভিউ ইত্যাদি নিয়ে যে টুলবার তাকে বদলে রিবন আনতে যাচ্ছে তারা। আপনি যদি অফিস ২০০৭, ২০১০ ইত্যাদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই রিবন দেখেছেন।
আশ্চর্য্যজনক বিষয় হচ্ছে, মাইক্রোসফট ২০০৭ ভার্শনে টুলবার বাদ দিয়ে রিবন যোগ করেছিল। সেটা মোটেই জনপ্রিয়তা পায়নি। এরপরই ২০১০ ভার্শরে টুলবারকে ফিরিয়ে আনা হয়েছে।
আরেকটি বড় ধরনের পরিবর্তন হতে পারে কিবোর্ড এর বদলে টাচস্ক্রিন ব্যবহার।
No comments:
Post a Comment