চীনের প্রশাসনের সাথে গুগলের বিরোধ পুরনো। ইমেইল হ্যাক করা সহ নানারকম কারনে গুগল চীনে বছরখানেক আগে তাদের সেবা পুরোপুরি বন্ধ করেছিল। নতুন তথ্যে দেখা যাচ্ছে সেখানে গুগলের ব্যবহার ক্রমাগত কমছে। এখনও চীনে গুগলের অবস্থান মুলত বিজ্ঞাপন থেকে আয়ের কারনে। কিন্তু বিশ্বব্যাপি প্রাধ্যান্য দেখাতে সমর্থ হলেও চীনে সেটা সম্ভব হচ্ছে না।
গত সপ্তাহে চীনের একটি প্রধান পোর্টাল জানায় তারা গুগলের সার্চ ব্যবহার বন্ধ করে দিয়েছে। চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন বাইডু গুগলের যায়গা দখল করেছে। ক্রমেই ব্যবহার বাড়ছে বাইডুর।
সমস্যা এতেই সিমাবদ্ধ নেই। এসপ্তাহেই সরকারী সংবাদপত্র ইকোনোমিক ডেইলি জানিয়েছে গুগলের তিনটি কেন্দ্র, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, কাষ্টমার সাপোর্ট এবং এডভার্টাইজিং এর ট্যাক্স ফাকি দেয়ার বিষয়ে তদন্ত চলছে। যদিও গুগল জানিয়েছে তারা চীনের ট্যাক্স বিষয়ক সব নিয়ম মেনে চলে।
গুগল দেশভিত্তিক তথ্য প্রকাশ করে না। বিশ্লেষকদের মতে গতবছর চীন থেকে গুগলের আয় ছিল প্রায় ৪১ কোটি ডলার। বিশ্বব্যাপি তাদের মোট আয় প্রায় ৩ হাজার কোটি ডলার।
সার্চের হিসেবে গতবছর শেষ ৩ মাসেগুগল ব্যবহারের হার ছিল ১৯.৬ ভাগ, যেখানে বছর শুরুর ৩ মাসে ছিল ৩০.৯ ভাগ। অন্যদিকে বাইডুর ব্যবহার বেড়ে হয়েছে ৭৫ ভাগ। এখনও বাইডুর পর গুগলই চীনে দ্বিতীয় স্থানে রয়েছে।
গুগলের ম্যাপ সার্ভিস একটি গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারত। কিন্তু গত বৃহস্পতিবার সে বিষয়ে আবেদনের সময় পেরিয়ে গেছে। গুগল জানিয়েছে তারা চীন সরকারের সাথে আলোচনা করছে কিভাবে চীনে ম্যাপ সার্ভিস দেয়া যায় তা নিয়ে।
অবশ্য অনেকে বলছেন আগামী বছর চীনের বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তর করবেন। নতুন নেতা এলে পরিস্থিতি পাল্টাতে পারে।
No comments:
Post a Comment