বাংলাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট সার্ভিস দিচ্ছে দুটি কোম্পানী। কিউবি এবং বাংলালায়ন। মানুষ এই দ্রুতগতির ইন্টারনেট নিয়ে যে আশা করেছিল তা শুরুতেই হোচট খায় তাদের সার্ভিসের খরচ দেখে। এতদিনে কোন প্রতিস্ঠানই লাখের ঘরে গ্রাহক পায়নি। অবশেষে লক্ষন দেখে মনে হচ্ছে তারা বুঝেছে ব্যবসা করার জন্য সেবার মান বাড়াতে হয়, গ্রাহকপ্রতি লাভের পরিমান কমিয়ে গ্রাহকের সংখ্যা বাড়াতে হয়।
বিল নেয়ার ক্ষেত্রে কার্ড ব্যবস্থা এনে প্রিপেইড ব্যবস্থা চালুর মাধ্যমে এটা শুরু। বাংলালায়নের প্যাকেজে মাসে ৬০০ টাকায় একমাস ইন্টারনেট ব্যবহার করা যায়। স্পিড ৫১২/২৫৬ কিলোবিট/সে (৬৪/৩২কিলোবাইট/সে), ডাটা লিমিট ১.৮ গিগাবাইট। অনেকেরই এতে কাজ চলে যায়। মডেমের দাম শুরুতে ৩ হাজার টাকা থাকলেও তা কমিয়ে ১ হাজারে আনা হয়েছে। প্রতিযোগিতায় কিউবি তাদের ৫৫০ টাকার প্যাকেজ এনেছে ৩ গিগাবাইট লিমিটের।
অনেকের মতে এই প্রতিযোগিতা ভাল লক্ষন। বাংলালায়নের ভেতরের খবর হচ্ছে তাদের সেবা আরো উন্নত করার কাজ চলছে। কাজেই আগামীতে আরো ভাল সেবা পাওয়া যাবে এটা আশা করতে বাধা নেই।
উল্লেখ করা যেতে পারে টেলিটক ওয়াইম্যাক্সের লাইসেন্স নিয়েও সেবা চালু করেনি, এবং আরেকটি কোম্পানী লাইসেন্স নিয়ে সেটা ফেরত দিয়েছে।
No comments:
Post a Comment