April 4, 2011

লক্ষ লক্ষ ইমেইল এড্রেস চুরি, ব্যাংক একাউন্ট এবং ক্রেডিটকার্ডধারীদের শতর্ক করা হচ্ছে

একটি বিজ্ঞাপনি সংস্থা থেকে লক্ষ লক্ষ ইমেইল এড্রেস চুরি হওয়ার পর বিভিন্ন ব্যাংক, খুচরা বিক্রেতারা তাদের গ্রাহকদের কাছে শতর্কবার্তা পাঠাচ্ছে। ধারনা করা হচ্ছে এই এড্রেসগুলি হ্যাকারদের হাতে যেগে পারে এবং তারা এগুলি ব্যবহার করে মানুষকে ধোকা দিয়ে অর্থ উপার্জন করতে পারে। এই তালিকায় রয়েছে বার্কলে, জেপি মরগ্যান, সিটিগ্রুপের মত ব্যাংক, বেষ্ট বাই এর মত খুচরা বিক্রেতা।
ডালাস ভিত্তিক ইপসিলন নামের একটি কোম্পানী থেকে এই ই-মেইল এড্রেসগুলি হাতছাড়া হয়। তারা গত শুক্রবার জানিয়েছে তাদের সিষ্টেম থেকে বহু ইমেইল এড্রেস চুরি করা হয়েছে।
এই ইমেইল ব্যবহার করে তাদের কাছে স্প্যাম পাঠানো হতে পারে। এটা অবশ্য সবসময়ই করা হয়। অতিরিক্ত যা ভয় করা হচ্ছে তা হল তাদেরকে বড় কোন ব্যাংকের নাম ভাঙিয়ে মেইল পাঠাতে পারে। এরপর তাদেরকে পাঠানো হতে পারে সাজানো কোন ওয়েবসাইটে যা দেখতে ব্যাংকের সাইটের মত। সেখানে তারা তাদের একাউন্টে লগ-ইন করার চেষ্টা করলেই মুল একাউন্টের তথ্য, পাশওয়ার্ড ইত্যাদি গ্রহন করতে পারে।
এপসিলন বছরে ৪ হাজার কোটি ইমেইল পাঠায়। এই খবর প্রকাশ পাওয়ার পর তাদের মুল কোম্পানী এলায়েন্স ডাটা সিষ্টেমস এর শেয়ারের দাম ৪.৪৫ ভাগ কমে গেছে।

No comments:

Post a Comment