April 4, 2011

মোবাইল অর্থ লেনদেনে একসাথে কাজ করছে স্যামসাং-ভিসা

মোবাইল ডিভাইস ব্যবহার করে অর্থ লেনদেনের এনএফসি প্রযুক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১২ অলিম্পিকের বড় দুই স্পন্সর স্যামসাং এবং ভিসা এরই মধ্যে চুক্তি করেছে, তারা এই পদ্ধতিতে লেনদেনের সুযোগ করে দেবে লন্ডন অলিম্পিকের সময়।
ল্ডনের অন্তত ৬০ হাজার স্থানে কন্ট্রাক্ট ছাড়া ভিসা লেনদেনের ব্যবস্থায় অর্থ লেনদেন করা যাবে। আর এজন্য ব্যবহার করা হবে স্যামসাং এর তৈরী এনএফসি ব্যবহারযোগ্য হ্যান্ডসেট। মোবাইল ফোন ছাড়াও এজন্য বিশেষ ডিভাইস আনা হবে ক্রেতাদের জন্য।

No comments:

Post a Comment