April 8, 2011

ফুজিফিল্মের নতুন ফাইনপিক্সে নতুন ইএক্সআর প্রযুক্তির সেন্সর

ফুজিফিল্মের ইএক্সআর প্রযুক্তির সেন্সর পুরস্কার পেয়েছে আগেই। তারা জানিয়েছে তাদের বাজারে আসতে যাওয়া নতুন ফাইনপিক্স ক্যামেরা (FinePix Z900EXR) নতুন সেন্সর আনতে যাচ্ছে। ১৬ মেগাপিক্সেল, মাল্টিটাচ ডিসপ্লের এই ক্যামেরায় আরো বেশি ডায়নামিক রেঞ্জ ব্যবহার করা যাবে, সেইসাথে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
তাদের আগের মডেল জেড৮০০ ইএক্সআর থেকে এই কম্প্যাক্ট ক্যামেরা আরো পাতলা, মাত্র ০.৭ ইঞ্চি। তবে সত্যিকারের পরিবর্তন এর সেন্সরে। ১২ মেগাপিক্সেলের ইএক্সআর সিসিডি সেন্সরের বদলে আনা হচ্ছে নতুন ইএক্স সিমোস ব্যাকলাইট ইল্যুমিনেশন সেন্সর। আইএসও ৬৪০০। এছাড়া ক্যামেরার ডুয়াল-সিপিইউ ইএক্সআর প্রসেসর রঙের সমস্যা দুর করবে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড সাবজেক্টের তুলনায় বেশি আলোকিত থাকলে যে সমস্যাগুলি হয় তা দুর করবে।
লেন্সের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে থাকছে ৫এক্স (২৮-১৪০মিমি) অপটিক্যাল জুমের ওয়াইড এঙ্গেল ফুজিনন লেন্স।
ক্যামেরা নিজেই ২৭টি ভিন্ন ভিন্ন সিন ডিটেক্ট করতে পারে। যেমন নিল আকাশ, সবুজ পাতা, সুর্যাস্ত এগুলি ক্যামেরা নিজেই চিনে নেয় এবং সে অনুযায়ী সেটিং ঠিক করে। ৩৬০ ডিগ্রী প্যানোরমা মোড ব্যবহার করা যাবে। ডায়নামিক রেঞ্জ বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় ১৬০০ ভাগ।
এর ডিসপ্লে ৩.৫ ইঞ্চি, ৪৬০,০০০ ডট রেজ্যুলুশন, মাল্টিটাচ স্ক্রিন। ক্যামেরার মধ্যেই ইমেজ সার্চ ব্যবস্থা রয়েছে।
এতে ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। হাই স্পিড ভিডিও মোডে ৩২০ ফ্রেম/সে রেকর্ড করার ব্যবস্থা রয়েছে যা স্লোমোশন ভিডিও রেকর্ডিং এ সহায়তা করবে।
এতে এসডি/এইসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যাবে। একচার্জে ছবি উঠানো যাবে ২২০টি।
কালো, লাল, সাদা, গোলাপি এবং সবুজ এই ৫টি ভিন্ন ভিন্ন রঙের FinePix Z900EXR  ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে মে মাসে। দাম ২৮০ ডলার।

No comments:

Post a Comment