ফোন করার মাধ্যম স্কাইটি এবং বিনামুল্যের ইমেইল ব্যবস্থা হটমেইল, জিমেইল ইত্যাদি বন্ধ করার প্রস্তাব করেছে রাশিয়ার কর্তৃপক্ষ। তাদের নিরপত্তা বিভাগের বক্তব্য এগুলি নিয়ন্ত্রন করা যায় না ফলে তাদের নিরাপত্তার জন্য হুমকি।
ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এগুলির ব্যবহার নিয়ে শংকিত। এগুলিতে অন্যদেশের তৈরী এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়, বলেছেন আলেকজান্দার আন্দ্রেয়েচকিন। নিয়ন্ত্রন করা যায় না এমন সেবা রাশিয়ার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছেন তিনি।
এই সেবাগুলি নিয়ন্ত্রন করা হয় রাশিয়ার বাইরের সার্ভার থেকে। ফলে অনেক সন্ত্রাসীরি পক্ষে এগুলি ব্যবহার করা সম্ভব। এসব কারনে এফএসবি এইসব সেবা বন্ধ করতে আগ্রহি।
উল্লেখ করা যেতে পারে বর্তমান এফএসবি এর উতপত্তি হয়েছে প্রাক্তন কেজিবি থেকে। তারা এধরনের নিয়ন্ত্রন আরোপ করত।
No comments:
Post a Comment