মোবাইল ফোনের ক্ষেত্রে আগামীতে সত্যিকারের রাজত্ব করবে কে, বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। গার্টনারের বিশ্লেষকরা তাদের বিশ্লেষন থেকে বলছেন আগামী ৪ বছরের শীর্ষস্থান দখল করবে এন্ড্রয়েড। মোট বাজারের ৫০ ভাগই থাকবে তাদের দখলে। এরই মধ্যে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন এপলের আই-ওএসকে ছাড়িয়ে দ্বিতীয় স্থান দখল করবে।
কিছুদিন আগে আরেক গবেষনা সংস্থা আইডিসি মোটামুটি এধরনেরই তথ্য জানিয়েছিল তাদের রিপোর্টে। সেখানে এন্ড্রয়েডের বাজার কিছুটা কম, উইন্ডোজের বাজার কিছুটা বেশি দেখালেও শেষ ফলএকই দেখানো হয়েছে।
অবশ্যই ধরে নেয়া হয়েছে এপল তাদের বর্তমান অবস্থান নিয়েই থাকবে। নতুন উদ্ভাবনী নিয়ে হঠাত করে শীর্ষে আসার তাদের যে বৈশিষ্ট, কিন্তু অল্প সময়ে উঠে আসা এন্ড্রয়েড কিংবা উইন্ডোজের অনুকরনে অন্যকেউ আসবে না সেটাই ধরা হচ্ছে। স্যামসাং এর বাডা-র মত অন্যান্য অপারেটিং সিষ্টেম নিয়ে সম্ভাবনা দেখছেন না কেউই।
No comments:
Post a Comment