ডেলকিন জানিয়েছে তাদের তৈরী এলিট ৬৩৩এক্স এসডি কার্ড এযাবত বাজারে আসা যে কোন এসডি কার্ডের থেকে দ্রুততায় ডাটা ট্রান্সফার করতে পারে। এর রিড স্পিড ৯৫ মেবা/সে এবং রাইট স্পিড ৮০ মেবা/সে। ক্লাশ ১০ ক্যটাগরীর এই কার্ড এই গতি পাবার জন্য আলট্রা হাই স্পিড বাস ব্যবহার করে।
ভিডিও ক্যামেরা তো বটেই, এসএলআর ক্যামেরায় এইচডি কিংবা থ্রিডি ভিডিওর ব্যবহার যত বাড়ছে ততই প্রয়োজন দেখা দিচ্ছে দ্রুতগতির মেমোরী কার্ডের। এছাড়া যারা র-মোডে কন্টিউয়াস ছবি উঠাতে চান তাদের প্রয়োজন তো আছেই। এই কার্ডে র-মোডে সেকেন্ডে ১০টি ছবি উঠানো যাবে। সেই সাথে প্রফেশনাল কোয়ালিটি এইচডি/থ্রিডি ভিডিও রেকর্ড করা যাবে।
তাত্ত্বিকভাবে আলট্রা হাই স্পিড (UHS-I) স্পেসিফিকেশনে ১০৪ মেবা/সে পর্যন্ত ডাটা ব্যবহার করা সম্ভব। অবশ্য যে ডিভাইসে এই কার্ড ব্যবহার করা হবে সেখানেও এই প্রযুক্তির ব্যবহার থাকতে হয়। যেমন নতুন মডেলের নাইকন ডি৭০০০ কিংবা ক্যানন টি৩আই।
এলিট ৬৩৩ নামের এই কার্ড পাওয়া যাবে ৮, ১৬ এবং ৩২ গিগাবাইট ধারনক্ষমতার। দাম যথাক্রমে ১৪০, ২৫০ এবং ৪৪০ ডলার। এছাড়া অদুর ভবিষ্যতে ৬৪ গিগাবাইট এসডিএক্সসি ভার্শনও ছাড়া হবে।
No comments:
Post a Comment