অপারেটিং সিষ্টেমের ক্ষেত্রে মাইক্রোসফটকে চ্যালেঞ্জ করে আত্মপ্রকাশ করেছিল লিনাক্স নামের বিনামুল্যের অপারেটিং সিষ্টেম। সেটা ২০ বছর আগের কথা। ২০ বছর পুর্তির এক সন্মেলনে লিনাক্স ফাউন্ডেশন এর জিম জেমলিন বলছেন, আমরা এখনও মাইক্রোসফটকে ছাড়িয়ে যেতে পারিনি কিন্তু আমাদের লক্ষ মাইক্রোসফট পরবর্তী সময়ের জন্য।
বিনামুল্যের এবং সবধরনের কাজের উপযোগি, ভাইরাসমুক্ত, দ্রুত কাজ করে, সিষ্টেম ক্রাশ করে না, এতসব বৈশিষ্ট নিয়েও লিনাক্স মাইক্রোসফটের সাথে পেরে উঠছে না। এর সঠিক কারন অবশ্য জানা কঠিন। যারা পাইরেটেড সফটঅয়্যার ব্যবহার করেন তাদের কাছে অবশ্য দুইয়ের কোন পার্থক্য নেই। বানিজ্যিক সফটঅয়্যারগুলি যেভাবে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে সেটাও লিনাক্সের বিপক্ষে কাজ করে। সাধারন ব্যবহারকারীরাও জানার সুযোগ পাননা লিনাক্সের শক্তি আসলে কতটুকু। উদাহরন হিসেবে এটুকু উল্লেখ করা যায়, জেমস ক্যামেরনের অবতার ছবির স্পেশাল ইফেক্ট তৈরী করা হয়েছে লিনাক্সে। লন্ডন ষ্টক এক্সচেঞ্জ পরিচালনা করা হয় লিনাক্স ব্যবহার করে। আর একসময় ৯৬% সুপার কম্পিউটারে ব্যবহার করা হত ইউনিক্স, বর্তমানে ৯৬% লিনাক্স।
জেমলিন লিনাক্সের অতীত, বর্তমান এবং ভবিষ্যত নিয়ে কথা বলেন সন্মেলনে। উল্লেখ করেন ওয়াল ষ্ট্রিট এর মতে আগামী ১০ বছরের ব্যবসার জন্য লিনাক্স হবে সকলের অপারেটিং সিষ্টেম। আমাজনের ইবুক রিডার থেকে শুরু করে বহু ডিভাইস তৈরী হচ্ছে লিনাক্সভিত্তিক।
তিনি বলেন, ভবিষ্যতের ষ্টি জবস ব্যবহার করবেন লিনাক্স। একথা খুব সহজেই বলা যায় কারন লিনাক্স এবং অন্যান্য ওপেন সোর্স টুল ব্যবহার করে সহজে কিছু তৈরী করা যায়। সেটা যাই হোক না কেন।
No comments:
Post a Comment