April 5, 2011

প্রোগ্রামকে দ্রুত চালানোর জন্য সফটঅয়্যার টুল

এন্টিভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি কম্পিউটারের জন্য অত্যাবশ্যক বিষয়। ব্যবহার না করলে চলে না। অন্যদিকে এগুলির কাজের পদ্ধতি অত্যন্ত জটিল। ইনল্টল করলে কম্পিউটারের গতি কমে যায়। নর্থ ক্যারোলাইনা ষ্টেট ইউনিভার্সিটির বক্তব্য অনুযায়ী এই কমার হার শতকরা ১০০০ ভাগ পর্যন্ত হতে পারে। এই সমস্যা দুর করতে তারা নতুন প্রযুক্তি বের করেছে যারফলে কম্পিউটারের কাজের গতি বাধাগ্রস্থ হবে না।
নতুন এই প্রযুক্তিতে বর্তমান চীপগুলির মাল্টিকোর সুবিধে কাজে লাগানো হয়েছে। সফটঅয়্যার যে কোর ব্যবহার করে সেটি বাদ দিয়ে অন্য কোর ব্যবহার করবে এই নিরাপত্তামুলক সফটঅয়্যার। বিষয়টিকে নতুন মনে নাও হতে পারে। বর্তমান পদ্ধতি সম্পর্কে বলা হচ্ছে এই পদ্ধতিতে প্যারালাল প্রসেসিং ব্যবহার করে খুব ভাল ফল পাওয়া গেছে।
নতুন সফটঅয়্যার টুলকে প্লাগইন হিসেবে ব্যবহার করা যাবে। ফলে প্রোগ্রামিং জানা প্রয়োজন নেই। নতুন এই উদ্ভাবনীর তথ্য ফ্রান্সের এক সন্মেলনে প্রকাশ করা হচ্ছে।

No comments:

Post a Comment