নাইকণ তাদের ডি৩০০০ মডেলকে আপগ্রেড করে ডি৩১০০ বানিয়েছে, ডি৯০ এর বদলে এনেছে ডি৭০০০। বাদ ছিল এই দুইয়ের মাঝামাঝি ডি৫০০০। তাকে আপগ্রেড করে আনতে যাচ্ছে ডি৫১০০। এর সেন্সর বাড়িয়ে করা হচ্ছে ১৬.২ মেগাপিক্সেল, সেইসাথে যোগ হচ্ছে হাই ডেফিনিশন ১০৮০পি ভিডিও রেকর্ডিং।
এতে পাশের দিকে আটকানো ৩ ইঞ্চি আর্টিকুলেটেড এলসিডি ডিসপ্লে রয়েছে। আইএসও ১০০ থেকে ৬৪০০। বড় পরিবর্তন অবশ্যই অটোফোকাস সহ ৩০ কিংবা ২৪ ফ্রেম/সে ফুল হাই ডেফিনিশন ভিডিও। রীতিমত ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহারের জন্য এমই-১ নামে একটি এক্সটারনাল মাইক্রোফোনও আনছে একই সময়ে।
এরসাথে ১৮-১০৫ মিমি লেন্স দেয়া হবে। লেন্সসহ ক্যামেরার দাম ৯০০ ডলার। আর মাইক্রোফোনের দাম ১৬০ ডলার।
নাইকন এখনও আনুষ্ঠঅনিকভাবে এর কথা জানায়নি। যেকোন সময় জানানো হবে।
No comments:
Post a Comment