সলিড ষ্টেট ড্রাইভ বা এসএসডি সাধারন হার্ডডিস্ক থেকে অনেক ভালভাবে কাজ করে এটা প্রতিস্ঠিত। এগুলি যেমন দ্রুত কাজ করে তেমনি কম শক্তি প্রয়োজন হয়, আকারে ছোট। ছোট আকারের ডিভাইসে ব্যবহারযোগ্য। এই মুহুর্তে এগুলির দাম হার্ডডিস্ক থেকে বেশি, কিন্তু সেই পার্থক্যও কমে আসছে। ইন্টেল নতুন ধরনের এসএসডি-তে ধারনক্ষমতা বাড়িয়েছে। তাদের এসএসডি ৩২০ সিরিজে ৬০০ গিগাবাইট পর্যন্ত ডাটা রাখা যাবে। সেইসাথে দাম কমেছে ৩০ ভাগ।
ইন্টেল তাদের এক্স২৫-এম ড্রাইভ বাজারে এনেছিল ২০০৮ সালে। তার কয়েকটি নতুন সংস্করন বাজারে এনেছে তারা। সাটা-২ ইন্টারফেসের এই ড্রাইভগুলির ধারনক্ষমতা ৪০, ৮০, ১২০ এবং ১৬০ গিগাবাইট। সেইসাথে ৩০০ এবং ৬০০ গিগাবাইট এর দুটি ড্রাইভও আনছে।
সবচেয়ে বেশি ধারনক্ষমতার ড্রাইভে সেকেন্ডে ৩৯,৫০০ আই/ও অপারেশন ব্যবহার করা যাবে। রিড করা যাবে ২৭০মেবা/সে, রাইট করা যাবে ২২০ মেবা/সে।
এছাড়া এতে ডাটা সিকিউরিটির জন্য ফার্মঅয়্যারভিত্তিক ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবহারকারী ইচ্ছে করলে ১২৮ বিট এনক্রিপশন ব্যবহার করতে পারবেন। এগুলি ব্যবহারের জন্য ইন্টেল এসএসডি টুলবক্স নামে উইন্ডোজভিত্তিক একটি সফটঅয়্যার দেয়া হচ্ছে সাথে।
নির্মাতাদের জন্য এর দাম জানানো হয়েছে ৪০ গিগাবাইট ৮৯ ডলার, ৮০ গিগাবাইট ১৫৯ ডলার, ১২০ গিগাবাইট ২০৯ ডলার, ১৬০ গিগাবাইট ২৮৯ ডলার, ৩০০ গিগাবাইট ৫২৯ ডলার এবং ৬০০ গিগাবাইট ১০৬৯ ডলার।
No comments:
Post a Comment