April 7, 2011

এসার অল-ইন-ওয়ান পিসি এস্পায়ার জেড৫৭৬১

ল্যাপটপ আর ট্যাবলেট, ইদানিং এগুলিই খবরে যায়গা পায়। যদিও কিছু মানুষ এখনও পছন্দ করেন আগের পিসি-র ধরনে কাজ করতে। আলাদা কিবোর্ড-মাউস, সামনে মনিটর। এধরনের একটি কম্পিউটার বাজারে এনেছে এসার। ২৩ ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লের এই কম্পিউটারে নেয়া যাবে ইন্টেল স্যান্ডিব্রিজ কোর আই-৫ ২৪০০এস, কোর আই-৫ ২৫০০এস অথবা কোর আই-৭ ২৬০০এস।
এছাড়া এতে রয়েছে ১.৫ টেরাবাইট সাটা-২ হার্ডডিস্ক, ব্লু-রে ড্রাইভ, এনভিডিয়া জিফোর্স জিটি৪৪০, জিটি৪৩৫এম অথবা জিটি৪২০ গ্রাফিক্স, টিভিটিউনার কার্ড। এছাড়া গিগাবিট ইথারনেট, ওয়াইফাই, ব্লুটুথ ২.১, আটটি ইউএসবি ২.০ এসবও রয়েছে।
এর দাম ১৩০৫ ডলার। বিক্রি শুরু হবে মে মাসে।

No comments:

Post a Comment