এবছরে মোট ৪০টি মোবাইল ফোন হ্যান্ডসেট বাজারে আনবে নোকিয়া। এদের মধ্যে অন্তত ১২টি স্মার্টফোন। কথাটি সরাসরি এসেছে নোকিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং নোকিয়া ইন্ডিয়ার মার্কেটিং ডিরেক্টর এর কাছ থেকে। তার কথায়, উইন্ডোজ ফোন ৭ নিয়ে কাজ চলছে, এবং ভাগ্য সহায় থাকলে এবছরের মধ্যেই সেটা বাজারে আসবে।
৪০টি ফোন অবশ্য সবধরনের ফোন মিলিয়ে। এরমধ্যে বিশেষ দেশের জন্য তৈরী কিংবা বিশেষ ক্যারিয়ারের জন্য তৈরী ফোনও রয়েছে।
এদিকে ১২ এপ্রিল নোকিয়া সিমবিয়ান স্মার্টফোন বিষয়ে এক অনুস্ঠান করতে যাচ্ছে। সিমবিয়ানের বিভিন্ন সুবিধে তুলে ধরা হবে সেখানে। ই-৬সহ তাদের কয়েকটি ফোন নিয়ে গুজব শোনা যাচ্ছে কিছুদিন ধরে। এদের কোনটির আনুষ্ঠানিক ঘোষনা এলেও অবাক হওয়া কিছু থাকবে না।
No comments:
Post a Comment