ভিডিওর জন্য বিশ্বের সবচেয়ে বড় যায়গা ইউটিউব। এখানে পাওয়া যায় না এমন কোন বিষয় নেই। ইচ্ছে করলেই আপনি ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন তাদের সাইটে। আবার সেই সাইটেই রয়েছে নামকরা অরিজিনাল কন্টেন্ট নামের ষ্টুডিও এবং নির্মাতাদের ভিডিও। এই দুইয়ের মধ্যে পার্থক্য করার কোন সুযোগ নেই। একাজটিই করতে যাচ্ছে ইউটিউব এর মালিক গুগল। এরপর এগুলি ব্যবহার করা হবে টিভি-চ্যানেল হিসেবে।
তারা ১০ কোটি ডলার ব্যয় করে একটি প্রকল্প হাতে নিয়েছে যেখানে পেশাদার ভিডিও এবং সৌখিন ভিডিও পৃথক করা হবে। কিংবা অন্যভাষায়, জনপ্রিয় ভিডিওগুলি সহজে পৃথক করা যাবে। এরপর সহজে বিষয়ভিত্তিক ভিডিও ব্যবহার করা যাবে।
নামপ্রকাশ না করা সুত্র থেকে এখবর দিয়েছে ওয়াল ষ্ট্রিট জার্নাল।
No comments:
Post a Comment