বলা হয় বর্তমানের সবচেয়ে উন্নত গ্রাফিক্স কার্ড এনভিডিয়ার জিফোর্স জিটিএক্স ৫৮০। তারসাথে প্রতিদ্বন্দিতায় রয়েছে এটিআই ডুয়াল চিপের রেডঅন এইচডি ৫৯৭০। এখন তার উত্তরসুরি ৬৯৯০ নামের অত্যন্ত উচুমানের গ্রাফিক্স কার্ডকে এএমডি বলছে বিশ্বের দ্রুততম কার্ড। ৪ গিগাবাইট জিডিডিআর-৫ মেমোরী রয়েছে এতে। ক্লক স্পিড ৮৮০ মেগাহার্টজ।
যারা এর রিভিউ লিখছেন তারা বলছেন এতে অনেক বেশি শক্তি প্রয়োজন হয়। সেকারনে এতে কুলিং সিষ্টেম অত্যন্ত শক্তিশালী। আর ফল হিসেবে ভ্যাপার চেম্বার কুলিং সিষ্টেম থেকে শব্দ তৈরী হয়।
এর দাম ৬৯৯ ডলার।
No comments:
Post a Comment