March 30, 2011

আফটার ইফেক্টস এর জন্য থ্রিডি মুভি এডিটিং প্লাগইন

এডবি আফটার ইফেক্টস এর জন্য আইএসপি ষ্টেরিওস্কোপিক থ্রিডি নামে একটি প্লাগইন বাজারে ছেড়েছে জাপানী সফটঅয়্যার নির্মাতা রিসার্চ ইনষ্টিটিউট অব সিষ্টেম প্লানিং ইনক। থ্রিডি ভিডিওর কাজে সর্বোচ্চ মান রেখেও বিশেষ কিছু না শিখেই খুব সহজে এটা ব্যবহার করা যাবে। সেইসাথে অবশ্যই অভিজ্ঞ ব্যবহারকারীরা নিজের পছন্দমত আরো ভালকিছু করার সুযোগ পাবেন।
এই প্লাগইনের সবথেকে উল্লেখযোগ্য দিক হচ্ছে এর সহজ ব্যবহার। টুডি ভিডিওর ওপর একটি এডজাষ্টমেন্ট লেয়ার তৈরী করে সেখানে এই ফিল্টার প্রয়োগ করা। থ্রিডি ভিডিওর জন্য বিশেষভাবে কম্পোজিশন তৈরী প্রয়োজন নেই।
উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিষ্টেমে আফটার ইফেক্টস সিএস৪ এবং সিএস৫ এর সাথে কাজ করবে এই প্লাগইন।
সফটঅয়্যার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখান থেকে।

No comments:

Post a Comment