যারা ফ্লাশে আকর্ষনীয় ওয়েবসাইট তৈরী করেন তাদের কাছে স্বপ্ন, যদি কোনভাবে সবকিছু এইচটিএমএল-৫ এ কনভার্ট করা যেত। তাদের এই স্বপ্ন পুরন করছে এডবি নিজেই। ওয়ালাবি নামে একটি কনভার্টার নিয়ে কাজ করছে তারা যা ফ্লাশের ইমেজ, ড্রইং, এনিমেশনকে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফরম্যাটে কনভার্ট করবে।
ধরে নেবেন না এটা করে মানুষকে ফ্লাশ থেকে দুরে সরিয়ে নেয়া হচ্ছে। কোন কোন অপারেটিং সিষ্টেমে ফ্লাশ এনিমেশন ব্যবহার করা যায় না। সেখানেও ফ্লাশ এনিমেশন (মুলত ব্যানার বিজ্ঞাপন) ব্যবহারের সুযোগ করে দিতেই এটা করা হচ্ছে।
No comments:
Post a Comment