যারা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে অর্থ উপার্জন করতে চান, বিশেষ করে এই ক্ষেত্রে যারা নতুন তাদের কাছে সবসময়ই কিছু না কিছু প্রশ্ন থেকে যায়। ঠিক কি করবেন, কিভাবে করবেন, কোথায় যোগাযোগ করবেন এই বিষয়গুলি সম্পর্কে ধারনা পেতে বেশ সময় নেয়। সুখবর হচ্ছে এধরনের কাজের জন্য বহু ওয়েবসাইট রয়েছে যারা সরাসরি এই কাজের সাথে জড়িত। তাদের সাইট থেকে সব ধরনের পরামর্শ এবং গাইডলাইন পেতে পারেন। এখানে এধরনের কয়েকটি ব্লগের পরিচিতি তুলে ধরা হল।
Freelance Switch 
অত্যন্ত জনপ্রিয় এই ব্লগে রয়েছে ৩৫ হাজারের বেশি গ্রাহক। ফ্রিল্যান্সারদের জন্য পরামর্শ, সংবাদ, মতামত ইত্যাদি পাবেন এই সাইটে। এছাড়া রয়েছে ফোরাম যার মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করা যাবে।
Freelance Folder 
এই সাইটের গ্রাহকের সংখ্যা ১২ হাজার। এতে ফোরাম ছাড়াও নিয়মিতভাবে অন্তত ২০ জন নানা বিষয়ে নিয়মিতভাবে লেখেন। 
Web Worker Daily 
বেশ কয়েকজন নিয়মিতভাবে লেখেন এই ব্লগে। যারা ঘরে থেকে ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে চান তাদের জন্য সবধরনের তথ্য রয়েছে এখানে।
Freelancing Blog 
সব ধরনের ফ্রিল্যান্স কাজের জন্য বিষয়ভিত্তিক পরামর্শ রয়েছে এই সাইটে। যারা নিয়মিত কাজ করছেন তারাও উপকৃত হতে পারেন এখান থেকে।
Pro Blogger 
ব্লগিং এর জন্য সবধরনের পরামর্শ নিয়ে এই সাইটের সদস্য ৭৫ হাজারের বেশি। সঠিকভাবে ব্লগ তৈরী থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পর্যন্ত সবধরনের পরামর্শ রয়েছে এখানে।
CopyBlogger 
মুলত ব্লগারদের জন্য এই সাইটে রয়েছে ৫৫ হাজারের বেশি সদস্য। কপিরাইটিং, মার্কেটিং, সোস্যাল মিডিয়া, ব্লগিং এর নিয়মকানুন ইত্যাদি রয়েছে এই সাইটে। ২০ মিনিটে পোষ্ট লেখা, এই ধরনের পরামর্শ রয়েছে এখানে।
No comments:
Post a Comment