বর্তমানের প্রায় এসএলআরে ক্যামেরাই উচুমানের ভিডিও করা যায়। ভিডিও করার সময় কি সমস্যায় পড়তে হয় সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একদিকে ক্যামেরা স্থির রাখার জন্য সাবধানে ক্যামেরা ধরে রাখতে হয়, অন্যদিকে জুম করার জন্য হাতে জুম ডায়াল ঘুরাতে হয়। ফল, দক্ষ ফটোগ্রাফারের হাতেও একেবারে নবীনদের মত কাপা ভিডিও। এই সমস্যা সমাধানে নতুন ধরনের লেন্স আনতে যাচ্ছে নাইকন। এতে ফটোগ্রাফির জন্য ম্যানুয়াল জুম যেমন ব্যবহার করা যাবে তেমনি ভিডিও জন্য ইলেকট্রনিক জুম ব্যবহার করা যাবে।
নতুন এই লেন্সের জন্য পেটেন্ট আবেদন করেছে নাইকন। খুব দ্রুতই বাজারে পাওয়া যাবে এমন আশা হয়ত নেই, কিন্তু একটা সময় আসতে যাচ্ছে যেখানে ষ্টিল ফটোগ্রাফি এবং ভিডিও ক্যামেরার মধ্যে কার্যত কোন পার্থক্য থাকবে না।
No comments:
Post a Comment