আইটি বিষয়ে পরামর্শক প্রতিস্থান গার্টনার। তাদের প্রকাশিত আইটি আউটসোর্সিংএর জন্য সুবিধেজনক ৩০ দেশের একটি বাংলাদেশ। এতে এশিয়ার অন্যান্য দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। প্রথমবারের মত এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।
১০ বৈশিষ্টের ভিত্তিতে গার্টনার এই তালিকার তৈরী করেছে। সেগুলো হচ্ছে ভাষা, সরকারী সহায়তা, জনশক্তি, অবকাঠামো, শিক্ষাব্যবস্থা, দাম, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সাংস্কৃতিক সামর্থ্য, আইনি সক্ষমতা এবং তথ্য ও মেধাসত্ব নিশ্চয়তা। বাংলাদেশকে দাম, জনশক্তি এবং সরকারী সহায়তার ক্ষেত্রে ভালো এবং মোটামুটি ভাল বলে চিহ্নিত করা হয়েছে। অবকাঠামো, ভাষা, তথ্য নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে নিম্নমান হিসেবে উল্লেখ করা হয়েছে। এতথ্য জানানো হয়েছে বেসিস এর এক সংবাদ সন্মেলনে।
No comments:
Post a Comment