মোজিলা ফায়ারফক্স ৪ এর নতুন একটি বেটা রিলিজ দিয়েছে যা থ্রিডি গ্রাফিক্স সাপোর্ট করে। পিসি এবং ল্যাপটপের জন্য ওয়েবজিএল ভিত্তিক এই সুবিধে আনা ছাড়াও মোবাইল ফোনের ক্ষেত্রে বেশকিছু নতুনত্ব আনা হয়েছে।
এটা ব্যবহারে ওপেন ষ্টান্ডার্ড থ্রিডি গ্রাফিক্স রেন্ডারিং পদ্ধতি ওয়েবজিএল ব্যবহারের জন্য পৃথক প্লাগইন প্রয়োজন হবে না। বর্তমানের অধিকাংশ বিল্টইন গ্রাফিক্স কার্ড ওয়েবজিএল ব্যবহার করে। ফলে থ্রিডি গ্রাফিক্স ব্যবহার কিংবা গেম খেলা আগের থেকে অনেক সহজ হবে।
ওয়েবজিএল তৈরী হয়েছে ওপেনজিএল ইএস ২.০ এর ওপর ভিত্তি করে। এন্ড্রয়েড কিংবা আইওএস এটা ব্যবহার করে। ফলে সবধরনের প্লাটফর্মের জন্যই এটা ব্যবহার করা যাবে। আর ব্রাউজার সবসময় নিজে থেকেই এটা আপডেট করবে।
স্মার্টফোন ব্যবহারকারীরা ওয়েবসাইটকে সরাসরি পিডিএফ ফরম্যাটে সেভ করে পরবর্তী সময়ে ব্যবহার করার সুযোগ পাবেন।
No comments:
Post a Comment