স্কাই বৃটেনে থ্রিডি টিভি চ্যানেল চালু করেছে। মুভি থেকে শুরু করে ফুটবল পর্যন্ত সবধরনের অনুষ্ঠানই দেখানো হবে এতে। আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে রাইডার কাপ দেখানোর মাধ্যমে। দিনে ১৪ ঘন্টা চালু থাকবে এই চ্যানেল।
উল্লেখ্য এটাই বৃটেনে প্রথম থ্রিডি টিভি চ্যানেল। অবশ্য চালু হলেই আপনি সরাসরি দেখতে পাবেন এমন কথা নেই। এজন্য মাসে ৯৬ ডলার দিয়ে তাদের গ্রাহক হতে হবে। সেইসাথে থ্রিডি দেখার যন্ত্রপাতিও থাকতে হবে।
No comments:
Post a Comment