October 2, 2010

হ্যাসলব্লেড ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

সাধারন ব্যবহারকারীদের অনেকের কাছে হ্যাসলব্লেড নামটি অপরিচিত মনে হতে পারে। এরা খুব উচু মানের এবং বিশেষ ধরনের ক্যামেরা তৈরী করে। আরেকটু স্পষ্ট করার জন্য উল্লেখ করা যেতে পারে, এপোলোর নভোযাত্রী চাদের যে ছবি উঠিয়েছিল সেখানে ব্যবহার করা হয়েছিল তাদের তৈরী ক্যামেরা।  তারা বাজারে আনতে যাচ্ছে ২০০ মেগাপিক্সেল আলট্রা হাই রেজ্যুলুশন ক্যামেরা।
এতে আসলে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল সেন্সর। পিয়েজো-ইলেকট্রিক একচুয়েটর ব্যবহার করে সেন্সরগুলিকে সাব-মাইক্রন লেভেলে এমনভাবে বসানো হয়েছে যেন একত্রে ২০০ মেগাপিক্সেল সেন্সর হিসেবে কাজ করে। যে ছবি পাওয়া যাবে তা একটি ২০০ মেগাপিক্সেল সেন্সর থেকে পাওয়া সেন্সরের মত।
ষ্টুডিও ফটোগ্রাফাররা মাল্টিশট ক্যামেরা ব্যবহার করেন সঠিক রং পাওয়ার জন্য। এই ক্যামেরাকে মাল্টিশট ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। সাধারনত বিভিন্ন মিউজিয়াম এগুলি ব্যবহার করে। এছাড়া গাড়ি, অলংকার ইত্যাদির সঠিক রং তুলে ধরার জন্য এমন উচুমানের ক্যামেরা প্রয়োজন হয়। মাল্টিশট ছাড়াও সিংগেল শট ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে এইচ৪ডি-৫০এমএস নামের এই ক্যামেরা।
সফলভাবে এটা পরীক্ষা করা হয়েছে। আগামী বছরের শুরুতে এটা বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

No comments:

Post a Comment