October 3, 2010

নাইকন ডি-৯০ এর ব্লুটুথ জিপিএস GPS module for D90

নাইকনের জনপ্রিয় ক্যামেরা ডি-৯০ এর সাথে বিল্টইন জিপিএস নেই। তেমনি নেই ডি-৩১০০, ডি৫০০০ কিংবা ডি৭০০০ এর জন্যও। আলাদাভাবে জিপিএস মডিউল পাওয়া গেলেও দাম বেশি। এর সহজ সমাধান দিচ্ছে ফুলোগ্রাফি। তাদের এই ব্লুটুথ ডিভাইসকে ক্যামেরার সাথে লাগাবেন। সেটা সরাসরি এক্সটারনাল জিপিএস ব্যবহার করে জিওট্যাগিং এর কাজ করে দেবে।
সীমাবদ্ধতা হচ্ছে, এটা ব্যবহারের জন্য পৃথক জিপিএস রিসিভার প্রয়োজন হবে। আর এতেও একেবারে কমদামী মনে করার উপায় নেই। এর দাম ১৭০ ডলার।

No comments:

Post a Comment