October 2, 2010

মহাকাশে হোটেল বানাচ্ছে রাশিয়া

নিজের খরচে মহাকাশে ঘুরে আসার সুযোগ তৈরীর ক্ষেত্রে অগ্রনী ভুমিকায় রাশিয়া। আমেরিকার ডেনিস টিটো ২০০১ সালে রাশিয়ান সয়ুজ টিএম৩২ যানে চেপে ৮ দিন কক্ষপথে বেড়িয়ে আসেন। এবার রাশিয়ার একটি বেসরকারী সংস্থা জানাচ্ছে তারা বিশ্বের প্রথম কমার্শিয়াল স্পেস ষ্টেশন (সিএসএস) স্থাপন করতে যাচ্ছে মহাশুন্যে। সেখানে বৈজ্ঞানিক গবেষনার পাশাপাশি যারা মহাশুন্যে বেড়াতে যেতে চান তারাও যাওয়ার সুযোগ পাবেন।
রাশিয়ার মহাকাশযান নির্মাতা আরএসসি এনার্জিয়া তৈরী করবে এটা। এতে ৭ জন থাকার ব্যবস্থা থাকবে। রাশিয়ার সয়ুজ ছাড়াও কার্গো স্পেসসক্রাফট ব্যবহার করে মানুষ আনা-নেয়ার কাজ করা হবে। এর ডকিং ব্যবস্থা এমন রাখা হবে যেন ভবিষ্যতে আমেরিকা, ইউরোপ কিংবা চীন যদি বানির্জিক কার্গো তৈরী করে তারাও ব্যবহার করতে পারবে। এর মাপ হবে ২০ কিউবিক মিটার। আগামী ১০ বছরের মধ্যে এটা তৈরী হবে।

No comments:

Post a Comment