নুক ই-রিডারের নির্মাতা বার্নেস এন্ড নোবল রঙিন টাচস্ক্রিনের রিডার আনতে যাচ্ছে। আমাজনের জনপ্রিয় ই-রিডার সাদা-কালো কিন্ডলে থেকে নুককালার অনেকটাই আলাদা হবে। সেইসাথে এপলের আইপ্যাড থেকেও তারা শিক্ষা নিয়েছে। এতে আনা হচ্ছে আরো গেম, ইন্টারনেট ব্যবহার, মিউজিক ষ্ট্রিমিং ইত্যাদি। অন্যান্য ভার্শনের মত এটাও চলবে গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমে।
বার্নেস এন্ড নোবল জানিয়েছে তারা এর অনলাইন অর্ডার নিচ্ছে। নভেম্বরের মাঝামাঝি এটা পাঠানো শুরু হবে। দাম ২৪৯ ডলার।
উল্লেখ করা যেতে পারে বড়দিনের সময় বিশ্বে সবচেয়ে বেশি কেনাকাটা হয় এবং এইসময় উপহার হিসেবে ই-রিডার অত্যন্ত জনপ্রিয়।
No comments:
Post a Comment