অধিকাংশ মানুষ মোবাইল ফোন পকেটে রাখতেই অভ্যস্থ। এবিষয়ে শতর্কবার্তা প্রচার করলে তাতেও কান দেয়া হয় না। এপল তাদের আইফোন ৪ ম্যানুয়েলে উল্লেখ করেছে একে সবসময় ক্যারিং কেসে রাখতে হবে এবং ব্যবহারের সময় শরীর থেকে ১৫ মিমি দুরত্বে রাখতে হবে।
ব্লাকবেরি ৯০০০ এর ম্যানুয়েলে আরো নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিষয়টি। হোলষ্টারের বাইরে রাখলে এবং শরীরের ১ ইঞ্চি দুরত্বে রাখলে আপনি এফসিসি নিয়ম ভংগ করছেন। এতে রেডিও ফ্রিকোয়েন্সি আপনার শরীরে প্রবেশ করতে পারে।
মটোরোলা ডব্লিউ১৮০ বলছে ফোনকে শরীর থেকে ১ ইঞ্চি দুরতে রাখতে হবে এবং তাদের অনুমোদিত হোলষ্টার ব্যবহার করা নিরাপদ।
মোবাইল ফোনের রেডিয়েশন কতটা ক্ষতিকর এনিয়ে মতভেদ রয়েছে। এরফলে ক্যান্সার হতে পারে এমন কথা বলা হয়েছে আবার নানাসময় পরীক্ষা করে নিরাপদ বলেও রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সমালোচকরা আবার বলছেন এধরনের পরীক্ষার সময় মোবাইল ফোনের পুরো শক্তি ব্যবহার করা হয় না, কাজেই সত্যিকারের ফল এখনো জানা যায়নি।
যারা খুব বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করেন তারা শতর্ক থাকতেই পারেন।
No comments:
Post a Comment