যেসব শিশু দিনে দুঘন্টার বেশি সময় কম্পিউটার মনিটর কিংবা টিভির সামনে কাটায় তাদের মানসিক সমস্যার ঝুকি বেশি। এতে তাদের আচরন পরিবর্তিত হতে পারে। বাইরের খেলাধুলা বা অন্য কাজে এরথেকে বেশি সময় দিয়েও সেটা পুরন হয় না। বৃটেনের বৃষ্টল বিশ্ববিদ্যালয়ের এক গবেষনায় একথা বলা হয়েছে।
শিশুদের নানারকম প্রশ্ন করে তাদের মানসিক অবস্থা, অন্যদের সাথে আচরন, আবেগ ইত্যাদি সম্পর্কে খোজ নেয়া হয়েছে। দেখা গেছে যারা বেশি সময় টিভি দেখে অথবা কম্পিউটারের সামনে কাটায় তাদের মানসিক ভারসাম্য ঝুকিপুর্ন।
এধরনের তথ্য আগে জানানো হলেও এই রিপোর্টের বৈশিষ্ট হচ্ছে যারা মাঠে গিয়ে অনেকটা সময় কাটায় তাদের মধ্যেও এই প্রভাব থেকেই যায়।
১০ থেকে ১১ বছরের ১ হাজার জনের মধ্যে পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে।
No comments:
Post a Comment