টাচস্ক্রিন ফোন নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগের, ঘসা লাগলে কি হবে। এছাড়া পানি কিংবা ধুলাবালির চিন্তা তো থাকেই। এসব চিন্তামুক্ত করতে মটোরোলার ফোন ডিফাই। এন্ড্রয়েড সবশেষ ভার্শনের এই ফোন পানি, ধুলাবালি কিংবা হাত থেকে পড়ে যাওয়া কোন কিছুতেই ক্ষতিগ্রস্থ হবে না।
মাসখানেক আগে প্রথম এই ফোনের কথা জানানো হয়। জার্মানীতে বিক্রি শুরু হয়েছে ৩৫০ ইউরো দামে। আইপি৬৭ স্পেসিফিকেশনের এই ফোন বিরুপ পরিবেশে ক্ষতিগ্রস্থ হবে না, তেমনি এর ৩.৭ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিনের গরিলা গ্লাসে কোনরকম দাগ পড়বে না।
এতে ৮০০ মেগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ২ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ ইত্যাদি রয়েছে।
No comments:
Post a Comment