মাইক্রোসফট মোবাইল ফোনের জন্য তাদের নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ মোবাইল ৭ এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। একই সময়ে মোবাইল নির্মাতারা এই অপারেটিং সিষ্টেমে তাদের মোবাইল ফোনের ঘোষনা দিতে শুরু করেছে। স্যামসাং অমনিয়া ৭, এইচটিসি এইচডি ৭, ডেল ভেনু প্রো ইত্যাদি ফোনের ঘোষনা দেয়া হয়েছে এরই মধ্যে। উইন্ডোজ ফোন ৭ এর আনুষ্ঠানিক ঘোষনার সময়ই ১১টি ফোনের ঘোষনা দেয়া হয়েছে।
ফোনগুলির বৈশিষ্ট, সবগুলিতেই রয়েছে ১ গিগাহার্টজ স্নাপড্রাগন প্রসেসর, বড় আকারের ডিসপ্লে, মোটামুটি বেশি পরিমান র্যাম এবং ইন্টারনাল ষ্টোরেজ।
সবচেয়ে এগিয়ে রয়েছে এইচটিসি। তারা ঘোষনা করেছে ৫টি ফোন। এদের মধ্যে রয়েছে ৪.৩ ইঞ্চি ডিসপ্লের এইচটিসি এইচডি৭ এবং এইচটিসি ৭ সারাউন্ড (স্লাইড আউট স্পিকারসহ), ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং জিনন ফ্লাশ সহ এইচটিসি মোজার্ট, কমদামের এইচটিসি ট্রফি ইত্যাদি। এইচটিসি ৭ প্রো ফুলকিবোর্ডসহ, বাজারে আসবে আগামী বছরের শুরুতে।
স্যামসাং ঘোষনা দিয়েছে ২টি ফোনের। ফোকাস এবং আই৮৭০০ অমনিয়া ৭। দুটিতে ৪ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে রয়েছে।
এলজি ঘোষনা দিয়েছে ৩টি ফোনের। ই-৯০০ অপটিমাস ৭, ফুল কিবোর্ডসহ সি৯০০ অপটিমাস ৭কিউ এবং সি৯০০ কোয়ান্টাম।
ডেল ঘোষনা দিয়েছে ভেনু প্রো নামের মোবাইল সেটের। স্লাইডিং ফুল কিবোর্ডের এই সেটে রয়েছে ৪.১ ইঞ্চি এমোলিড স্ক্রিন।
No comments:
Post a Comment