October 1, 2010

সিমবিয়ান থেকে সরে যাচ্ছে স্যামসাং

বছরখানেক আহে একবার খবর বেরিয়েছিল স্যামসাং সিমবিয়ান ত্যাগ করছে। তখন তাড়াহুড়ো করেই সেটা অস্বীকার করেছে তারা। সবধরনের অপারেটিং সিষ্টেম নিয়ে কাজ করার আগ্রহের কথাই জোর দিয়ে প্রচার করেছে। এখন সেপথ থেকে সরে আসছে স্যামসাং। এবছরের মধ্যেই সিমবিয়ানভিত্তিক সব কাজ বন্ধ করা হবে বলে জানা গেছে।
পদক্ষেপ হিসেবে সিমবিয়ান ফোরাম বন্ধ করছে তারা, সেখানে থাকা সিমবিয়ানভিত্তিক সমস্তকিছু সরিয়ে ফেলছে। তাদের নিজস্ব অপারেটিং সিষ্টেম বাডা ছাড়াও উইন্ডোজ ফোন ৭, এন্ড্রয়েড ইত্যাদি এখন তাদের কাছে বেশি গুরুত্বপুর্ন।
গত কয়েকবছর সিমবিয়ান খারাপ করলেও সম্প্রতি ভাল অবস্থানেই রয়েছে। এর পেছনে রয়েছে নোকিয়া। আর স্যামসাং বর্তমানে নোকিয়ার প্রধান প্রতিদ্বন্দি।
উল্লেখ করা যেতে পারে কদিন আগে সনি এরিকশন জানিয়েছে তারা সিমবিয়ান ফোন তৈরী করবে না।

No comments:

Post a Comment