ক্যামেরা তৈরীতে শীর্ষ কোম্পানীগুলির একটি প্যানাসনিক। লুমিক্স তাদের ক্যামেরার নাম। এই একই নামে তারা মোবাইল হ্যান্ডসেট আনতে যাচ্ছে। ক্যামেরার প্রতিযোগিতায় তারা মুলত মোবাইল হ্যান্ডসেট নির্মাতাদের থেকে অনেক এগিয়ে। ধরেই নিতে পারেন ক্যামেরা-ফোন হিসেবে দ্রুতই তারা শক্ত অবস্থান গড়ে নেবে।
যতদুর জানা গেছে এতে ১৩.২ মেগাপিক্সেল সিমোস সেন্সর রয়েছে। সাথে ৩.৩ ইঞ্চি এলইডি। ওজন ১৪৬ গ্রাম। একে নোকিয়া এন৮ এর সাথে তুলনা করতে পারেন। টোকিওতে হতে যাওয়া সিয়াটেক মেলায় বিস্তারিত জানানো হবে।
প্যানাসনিকের প্রেস বিজ্ঞপ্তি থেকে ধারনা পাওয়া যায় এতে ফোল্ডিং মেকানিজম থাকবে। বর্তমানে এধরনের হ্যান্ডসেট জাপানে অত্যন্ত জনপ্রিয়।
No comments:
Post a Comment