October 1, 2010

১৪ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এলটেক লিও মোবাইল

মোবাইল ফোন নিয়ে আগ্রহীদের জন্য সত্যিকারের আনন্দের দিন, একই দিনে নোকিয়া এন৮ বাজারে আসার খবর এবং এলটেকের ১৪ মেগাপিক্সেল সেন্সর, অপটিক্যাল জুম ক্যামেরা ফোনের ঘোষনা। এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এলটেক লিও বাজারে আসতে যাচ্ছে আগামী বছরের শুরুতেই।
এতে ১৪ মেগাপিক্সেল সেন্সরের সাথে ৩এক্স অপটিক্যাল জুম এবং এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধে রয়েছে। এছাড়া ছবি উঠানোর জন্য জিনন ফ্লাশ এবং ভিডিওর জন্য এলইডি লাইট রয়েছে।
অন্যান্য ফিচারগুলিও রীতিমত আকর্ষনীয়। ৩.২ ইঞ্চি ডব্লিউভিজিএ মাল্টিটাচ ডিসপ্লে, এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস। জিএসএম, জিপিআরএস, এজ, থ্রিজি সব ধরনের কানেকটিভিটি ব্যবহার করা যাবে এতে। এছাড়া রয়েছে বিল্টইন এক্সিলারোমিটার, ডিজিটাল কম্পাস। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে এতে।
আগামী বছর শুরুতে ইউরোপে বিক্রি শুরু হবে জানালেও এখনো দাম জানানো হয়নি।

No comments:

Post a Comment