October 1, 2010

মাইক্রোসফটের ওয়েবভিত্তিক বিনামুল্যের সফটঅয়্যার Windows Live Essentials 2011

মাইক্রোসফট বিনামুল্যে ব্যবহারের জন্য তাদের উইন্ডোজ লাইভ এসেন্সিয়াল এর বেটা থেকে মুল ভার্শনে যাওয়ার কতা জানিয়েছে। প্রোডাক্টিভিটি এপ্লিকেশন নামের এই প্যাকেজ ব্যবহার করে অনলাইনে ইমেজ ব্যবস্থাপনা, ভিডিও এডিটিং এবং বিভিন্ন কম্পিউটারের মধ্যে ফাইল আদান-প্রদানের কাজ করা যাবে।
এটা ব্যবহারের জন্য উইন্ডোজ ৭ অথবা ভিসতা থাকতে হবে। প্রসেসর হতে হবে কমপক্ষে ১.৬ গিগাহার্টজ। এই প্যাকেজে যা রয়েছে তা হচ্ছে;
উইন্ডোজ লাইভ ফটো গ্যালারী : স্কাইড্রাইভ ব্যবহার করে ছবি শেয়ার করার জন্য। ফ্লিকার, ফেসবুক ইত্যাদিতে ব্যবহার করা যাবে এসব ছবি।
উইন্ডোজ লাইভ মুভি মেকার : ভিডিও এডিট করা এবং ইউটিউবে পাঠানোর জন্য।
উইন্ডোজ লাইভ রাইটার : ওয়ার্ডপ্রেস, ব্লগার, টাইপপ্যাড ইত্যাতি ব্লগ আপডেট করার জন্য।
উইন্ডোজ লাইভ মেসেঞ্জার : ফেসবুক, মাইস্পেস ইত্যাদির সাথে সংযুক্ত হওয়ার জন্য।
উইন্ডোজ লাইভ মেস : আপনার কম্পিউটারের ফাইল ব্যবস্থাপনার জন্য। এরপর যে কোন যায়গা থেকে সেগুলি ব্যবহারের সুযোগ পাবেন।
উইন্ডোজ লাইভ ফ্যামিলি সেফটি : শিশুদের কম্পিউটার ব্যবহারে বিধিনিশেষধ আরোপের জন্য।
উইন্ডোজ লাইভ মেইল : হটমেইল, হিমেইল, ইয়াহু ইত্যাদি মেইল ব্যবহারের জন্য।
এর একটি বড় বৈশিষ্ট হচ্ছে খুব সহজে অন্য সফটঅয়্যারের সাথে ব্যবহার করা যাবে। যেমন ইউটিউব কিংবা ফেসবুক। সাধারনত মাইক্রোসফট এভাভে অন্যদের সাথে কাজ করে না।
ভিডিও এডিটিং এবং ইমেজ এডিটিং এর সময় হার্ডঅয়্যার এক্সিলারেশন পাওয়া যাবে। ফটো গ্যালারীতে ফেস রিকগনিশনের ব্যবস্থা রয়েছে।
অবশ্য আপনি যদি এক্সপি ব্যবহার করে থাকেন তাহলে এনিয়ে মাথা না ঘামানোই ভাল।

No comments:

Post a Comment