September 13, 2010

ইউটিউবে লাইভ ষ্ট্রিমিং ভিডিও YouTube steps into live streaming

বহু প্রতিক্ষিত লাইভ ষ্ট্রিমিং ভিডিও যোগ হতে যাচ্ছে ইউটিউবে। আপাতত পরীক্ষামুলকভাবে এটা চালু করার জন্য ৪টি কোম্পানীর সাথে কাজ করতে যাচ্ছে তারা। আজ (সোমবার) থেকে দুদিনের এই পরীক্ষা চলবে।
ইয়াং হলিউড, নেক্সট নিউ নেটওয়ার্ক, হাউকাষ্ট এবং ভি-লগ কাজ করছে গুগলের নিয়ন্ত্রনাধীন ইউটিউবের সাথে। এর আগে গত ২ বছরে ইউ-টু এর কনসার্ট, ভারতের ক্রিকেট খেলা কিংবা বারাক ওবামার প্রথম ভাষন সরাসরি সম্প্রচার করলেও ইউটিউবের প্রডাক্ট ম্যানেজার বলেছেন এটাই তাদের সরাসরি সম্প্রচারের প্রথম ধাপ। এর সাফল্যের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
কমস্কোর তাদের জড়িপ থেকে সম্প্রতি জানিয়েছে গত ১ বছরে আমেরিকানদের মধ্যে অনলাইনে ভিডিও দেখার পরিমান ৬৪৮ ভাগ বৃদ্ধি পেয়েছে। ইউটিউব সরাসরি অনলাইন সম্প্রচারের ক্ষেত্রে প্রথম না হলেও সবচেয়ে বড় ভিডিও প্রতিস্ঠান। কাজেই তাদের পক্ষে দ্রুত ভাল অবস্থান গড়ে তোলা সম্ভব।

No comments:

Post a Comment