September 13, 2010

প্যানাসনিকের মাইক্রো ফোরথার্ড ক্যামকোর্ডার Panasonic announces AF105 Micro Four Thirds camcorder

ভিডিও ক্যামেরা এবং ষ্টিল ক্যামেরার পার্থক্য ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। সনি এরই মধ্যে এসএলআর সেন্সরের ক্যামকোর্ডার বাজারে এনেছে। আজ ঘোষনা দিল প্যানাসনিক। তাদের এএফ১০৫ (ইউরোপে এএফ১০০) বিশ্বের প্রথম মাইক্রো ফোর থার্ড সেন্সরের ক্যামেরা যেখানে ১০৮০/৬০ আই কিংবা ১০৮০/৩০পি এভিসিএইচডি ভিডিও রেকর্ড করা যাবে।
এতে তাদের মাইক্রো ফোর থার্ড লেন্সগুলি ব্যবহার করা যাবে। এছাড়া বিশেষ এডাপটার ব্যবহার করে সিনেমা লেন্স লাগানো যাবে। ষ্টোরেজ হিসেবে এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যাবে।
ডিসেম্বরে এটা বাজারে পাওয়া যাবে। দাম ৯,৯৬০ ডলার।

No comments:

Post a Comment