গত সপ্তাহের বড় খবর ছিল এপলের এডবি ফ্লাশ পুনরায় ব্যবহারের ঘোষনা। দেখা যাচ্ছে এডবি তাদের থেকে অনেকটাই এগিয়ে এবিষয়ে। তারা তাদের সিএস৫ এর জন্য এইচটিএমএল৫ প্যাক নিয়ে কাজ করে চলেছে সবসময়ই। গতমাসে ড্রিমওয়েভারের জন্য আপডেটেড প্যাচ ছাড়া হয়েছে। এখন ছাড়া হল ইলাষ্ট্রেটরের জন্য। এডবি একে বেটা বলছে না, আবার ফাইনাল ভার্শনও বলা যায়না। এটা ডাউনলোড করতে হবে এডবি ল্যাব থেকে।
এতে উল্লেখযোগ্য নতুন ফিচার হচ্ছে আর্টবোর্ডে সিএসএস এবং এসভিজি (স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স) একসাথে ব্যবহার। এসভিজি এক্সপোর্ট ডায়ালগ বক্স থেকে এদেরকে পৃথকভাবে সেভ করা যাবে। এছাড়া লেআউট এবং ষ্টাইল পৃথক সিএসএস হিসেবে এক্সপোর্ট করা যাবে।
No comments:
Post a Comment