ইউরোপে সফটঅয়্যার পাইরেসি বন্ধে মাইক্রোসফট সবসময়ই তৎপর। দেখা যাচ্ছে রাশিয়ায় বিষয়টি তাদের নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে পাইরেসি বিষয়ে তদন্তের কথা বলে কর্তৃপক্ষ বিরোধী নেতাদের প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। তাদের কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রপাতি আটক করছে। তারচেয়েও বড় কথা, মাইক্রোসফট এসবের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের আইনজীবী বলেছেন মাইক্রোসফট এখানে ভুক্তভোগি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পক্ষে তারা। এধরনের হামলা এড়াতে যারা বিশেষ পদ্ধতিতে মাইক্রোসফট থেকে সফটঅয়্যার কিনেছেন তাদেরকে সহায়তা না করার অভিযোগও উঠেছে মাইক্রোসফটের বিরুদ্ধে।
তাদের বক্তব্য, এটা রাশিয়ার গোয়েন্দা পুলিশের কাজ। মাইক্রোসফট তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে তারা এসবের বাইরে। কোম্পানী হিসেবে তারা পেশার নৈতিকতা, দুনীতিবিরোধী আইন, মাইক্রোসফটের নীতি ইত্যাদির বিরোধী হলে তারা তাদের সাথে সম্পর্কচ্ছেদ করে।
পাইরেসি বন্ধে মাইক্রোসফটের সফটঅয়্যার বিষয়ক ঘটনায় সবধরনের সহায়তা দেয়ার কথাও তারা জানিয়েছে।
বিষয়টি আরো বিতর্ক সৃষ্টি করবে বলেই মনে হচ্ছে।
No comments:
Post a Comment