ছুটি কাটাতে বাড়ি খালি রেখে কোথাও যাচ্ছেন ? আর সেকথা ফেসবুকে প্রচার করছেন ?
ডাকাতি থেকে সাবধান হোন। নিউ হ্যাম্পসায়ারের পুলিশ এধরনের সংঘবদ্ধ ডাকাত দলকে ধরেছে। তারা ফেসবুক ব্যবহার করে খোজ নিত কোন বাড়ি কখন ফাকা হবে। তারপর সেখানে ডাকাতি করত। ৮৫ হাজার অধিবাসির শহরে শুধুমাত্র আগষ্ট মাসেই ৫০টির মত এধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। অবশ্য এই দলের সাথে সম্পযুর্কক্ত ১৮টি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ থেকে ২ লক্ষ ডলার পরিমান অর্থ।
ফেসবুক ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়ে আগের থেকে অনেক মনোযোগি হয়েছে। তারপরও এই ঘটনা বলে দেয় কত সহজে মানুষ প্রতারিত হতে পারে। শুধামাত্র ছুটির বিষয় সার্চ করে ফেসবুক সদস্যদের পরিচয় এবং বাড়ির ঠিকানা পর্যন্ত বের করা যায়।
এবছর প্রথমদিকে PleaseRobMe নামে এক ওয়েবসাইট দেখিয়েছে কিভাবে টুইটার ব্যবহার করে অনলাইন গেমারদের পরিচয় বের করা যায়।
অবশ্য এইক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তা ফেসবুক থেকে তথ্য বের করার মধ্যেই সীমাবদ্ধ। বাস্তব কাজের সময় ততটা বুদ্ধিমান হলে ধরা পড়ত না। অন্যেরা তাদের থেকেও বুদ্ধিমান হতে পারে।
No comments:
Post a Comment