September 11, 2010

১০০ মাইল চলবে ইলেকট্রিক সাইকেল Electric bicycle range reaching the 100 mile mark

ইলেকট্রিক সাইকেল অথবা অন্য কোন বাহন যারা ব্যবহার করেন তাদের চিন্তার একটি বড় কারন, একবার চার্জ করলে কতদুর যাওয়া যাবে। কারন চার্জ শেষ হওয়া মানেই সেই ঘাম ঝড়ানো প্যাডেল। ব্যবহারকারীদের এই চিন্তা থেকে মুক্ত করার ব্যবস্থা করেছে জার্মান নির্মাতা কালখফ। ইউরোবাইক মেলায় তারা এক সাইকেল এনেছে যেটা এক চার্জে ৯৯.৪ মাইল চলবে।
বেশি দুরত্ব অতিক্রম করার সাথে সম্পর্ক ব্যাটারীর, আর ব্যাটারীর আকার যত বড় হবে ওজন তত বাড়তে থাকবে। তাদের ইবাইক যারা ব্যবহার করবেন প্রয়োজন অনুযায়ী ৮, ১২ কিংবা ১৮ এম্পিয়ার আওয়ারের ব্যাটারী থেকে বেছে নেয়ার সুযোগ পাবেন।

No comments:

Post a Comment