এপলের আইফোন, আইপড কিংবা আইপ্যাডের জন্য যারা সফটঅয়্যার তৈরী করেন তাদের অনেক নিয়ম মানতে হয়। এপলের তৈরী সফটঅয়্যারের বাইরে কোন টুল ব্যবহার করা যায় না। ফ্লাশ নিয়ে রীতিমত বিরোধ হয়েছে এডবির সাথে। ফলে অনেক ডেভেলপার এপল থেকে এন্ড্রয়েডের দিকে ঝুকেছেন। অবশেষে ভুল ভেঙেছে এপলের। এখন তাদের তৈরী টুল ব্যবহার না করেও সফটঅয়্যার তৈরী করা যাবে, সেগুলি তাদের এপ ষ্টোল থেকে বিক্রিও করা যাবে। সেইসাথে ফিরছে ফ্লাশ।
নতুন নিয়মে ডেভেলপার ইচ্ছে করলে এডবির প্যাকেজ ব্যবহার করেও এপল সফটঅয়্যার তৈরীর সুযোগ পাবেন। ফলে সহজে ফ্লাশ ব্যবহার করা যাবে। এপলের ঘোষনার পরপরই এডবি জানিয়েছে তারা ফ্লাশ প্রফেশনালের জন্য আইফোনের ফিচার নিয়ে কাজ শুরু করবে। তারা বিরোধের কারনে একাজ বন্ধ করে দিয়েছিল।
আরেক নিয়মে ব্যবহারকারীর তথ্য তৃতীয় পক্ষের কাছে দেয়ার যে সীমাবদ্ধতা ছিল সেটাও পরিবর্তন করা হয়েছে। এখন অনরাও (যেমন গুগলের এ্যাডমোব) এই তথ্য ব্যবহার করতে পারবে। ফলে বিজ্ঞাপনদাতারাও নতুন নিয়মে খুশি।
স্বাভাবিকভাবেই এই পরিবর্তনের পিছনে ব্যবসায়িক কারন রয়েছে ধরে নেয়া যায়। সনির প্লেষ্টেশন কিংবা মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০ তে যেধরনের গেম জনপ্রিয় সেদিকে দৃষ্টি দেয়ার চেষ্টা করছে এপল। আর এন্ড্রয়েডের সফটঅয়্যার সংখ্যায় এপলের সফটঅয়্যারকে ছাড়িয়ে যাওয়াও সময়ের ব্যাপার মাত্র।
No comments:
Post a Comment