September 14, 2010

ইন্টারনেটে নতুন ভাইরাস New "Here You Have" Worm Delivers Unwanted Gift

হেয়ার ইউ আর, নামে নতুন একটি ভাইরাস সম্পর্কে শতর্ক করেছে এন্টিভাইরাস নির্মাতা ম্যাকাফি। এটা হেয়ার ইউ আর  কিংবা জাষ্ট ফর ইউ  নামে ইমেইল পাঠানো হয়। সাথে ভিডিও কিংবা ডকুমেন্টের লিংক। এরসাথে একটি ম্যালঅয়্যারের লিংক থাকে যা এন্টিভাইরাসকে অকার্যকর করে দিতে পারে। ম্যাকাফি একে মধ্যম মানের ঝুকিপুর্ন বলে চিহ্নিত করেছে এবং এই মেসেজসহ মেইল পেলে সেটা মুছে দিতে পরামর্শ দিয়েছে।
এর কারনে যা হতে পারে, আপনার মেইল বক্সে হেয়ার ইউ আর কিংবা জাষ্ট ফর ইউ নামে একটি মেইল আসা, যেখানে রয়েছে ভিডিও কিংবা ডকুমেন্টে লিংক। সেখানে ক্লিক করলে ডকুমেন্ট ডাউনলোড হতে শুরু হবে। আসলে এই সময়ে আপনার কম্পিউটারের এন্টিভাইরাসকে বন্ধ করে দেবে।
একবার এটা হয়ে গেছে যে কোন ধরনের আক্রমনের শিকার হতে পারে আপনার কম্পিউটার।
কাজেই এধরনের কোন মেইল পেলে সেটা ওপেন করবেন না। সাধারনভাবে সাবধান ধাকার জন্য কোন অপরিচিত ইমেইলই ওপেন না করে মুছে দেয়ার পরামর্শ দেয়া হয়।

No comments:

Post a Comment