September 6, 2010

আইবিএম এর ৫.২ গিগাহার্টজ প্রসেসর world's fastest IBM z196 processor with 5.2GHz

একসময় ১.৪ গিগাহার্টজ দ্রুততার প্রসেসর তৈরী করে শীর্ষে অবস্থান নিয়েছিল আইবিএম। সেটা মনেহয় বহুদিন আগের কথা। আবারও তারা শীর্ষস্থান দাবী করেছে, এবারে ৫ গিগাহার্টজ ছাড়িয়ে। তাদের জেড১৯৬ প্রসেসরের গতি ৫.২ গিগাহার্টজ।
সাধারনত এধরনের প্রসেসরে তাপমাত্রা কমানোর জন্য লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাদের চীপে সেটা প্রয়োজন হয়নি। ফোর-কোরের এই প্রসেসর তৈরী হয়েছে ৪৫ ন্যানোমিটার প্রযুক্তিতে, ১৪০ কোটি ট্রানজিষ্টর রয়েছে এতে, প্রতি সেকেন্ডে ৫ হাজার কোটি ইন্সট্রাকশন ব্যবহারে সক্ষম।
অবশ্য খুব দ্রুতই যে এটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে সেটা হচ্ছে না।

No comments:

Post a Comment