একসময় ১.৪ গিগাহার্টজ দ্রুততার প্রসেসর তৈরী করে শীর্ষে অবস্থান নিয়েছিল আইবিএম। সেটা মনেহয় বহুদিন আগের কথা। আবারও তারা শীর্ষস্থান দাবী করেছে, এবারে ৫ গিগাহার্টজ ছাড়িয়ে। তাদের জেড১৯৬ প্রসেসরের গতি ৫.২ গিগাহার্টজ।
সাধারনত এধরনের প্রসেসরে তাপমাত্রা কমানোর জন্য লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাদের চীপে সেটা প্রয়োজন হয়নি। ফোর-কোরের এই প্রসেসর তৈরী হয়েছে ৪৫ ন্যানোমিটার প্রযুক্তিতে, ১৪০ কোটি ট্রানজিষ্টর রয়েছে এতে, প্রতি সেকেন্ডে ৫ হাজার কোটি ইন্সট্রাকশন ব্যবহারে সক্ষম।
অবশ্য খুব দ্রুতই যে এটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে সেটা হচ্ছে না।
No comments:
Post a Comment