এখন পর্যন্ত বহুল আলোচিত স্যামসাং এর ৭ ইঞ্চি ট্যাবলেট ফোন গ্যালাক্সি ট্যাবের দাম জানানো হয়নি। ওয়াল ষ্ট্রিট জার্নাল স্যামসাং এর কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে এর দাম হবে ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে। অবশ্যই মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহারের শর্তসহ। আর একই সময় কোরিয়া টাইমস জানাচ্ছে এর দাম ৩০০ থেকে ৪০০ ডলার। তাদের বক্তব্য এর দাম গ্যালাক্সি এস থেকে কিছু বেশি হবে।
এই তথ্য অনুযায়ী কোরিয়া থেকে আমেরিকায় গ্যালাক্সি ট্যাবের কমদামে বিক্রি হওয়ার কথা। উল্লেখ করা যেতে পারে স্প্রিন্ট এপিক ৪জি বিক্রি করে ২৫০ ডলারে।
আর ভোডাফোন গ্যালাক্সি ট্যাব সম্পর্কে প্রচার শুরু করেছে।
No comments:
Post a Comment