এসারের কাছে নিজের অবস্থান হারিয়েছিল ডেল। আবার এসারকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। শীর্ষস্থান ধরে রেখেছে এইচপি। বাজার গবেষনা প্রতিষ্ঠান আইসাপ্লাই প্রকাশিত নতুন প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
গত তিন মাসে এসার মার্কেট শেয়ার থেকে ৬.২ ভাগ হারিয়েছে। অন্যদিকে ডেলের বাজার কমার পরিমান তুলনামুলক কম, ১.২ ভাগ। একারনেই ডেল এসারের সামনে চলে এসেছে। মোট বাজারের ১৮.১ ভাগ নিয়ে শীর্ষে থেকে গেছে এইচপি, যদিও আগের তৈমাসিক হিসেব থেকে তাদেরও বাজার হারাতে হয়েছে বড় পরিমানে। চতুর্থ স্থানে থাকা লেনোভো লাভ করেছে সবথেকে বেশি। এই সময়ে তাদের বৃদ্ধি ১৮.৬ ভাগ। ৫ম স্থানে থাকা তোসিবার বিক্রিও কিছুটা কমেছে।
তবে সবগুলি কোম্পানীরই বিক্রি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমানে বেশি।
No comments:
Post a Comment