September 5, 2010

স্যামসাং ফুল এইচডি ক্যামকোর্ডার Samsung's tilting lens full HD camcorder HMX-T10

স্যামসাং যখন ২০ ডিগ্রী কৌনিকভাবে বসানো লেন্সের ক্যামেরা প্রথম বাজারে আনে তখন এনিয়ে আলোচনা-সমালোচনা দুইই হয়েছে। স্যামসাং দেখিয়েছে এভাবে বসানো লেন্সের ক্যামেরা ব্যবহারের সময় ক্যামেরাকে হাতকে আরামদায়ক যায়গায় রেখে ভিডিও করা যায়। হাতের ওপর চাপ পড়ে না। তাদের নতুন এইচএমএক্স-টি১০ এধরনের কনজুমার লেভেল ফুল এইচডি ক্যামেরা।
এতে ১৯২০-১০৮০ ৬০আই ভিডিও ছাড়াও ৪.৭ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। ভিডিও করার সময় ষ্টিল ছবি উঠাতেও সমস্যা নেই। এতে ৫.১ মেগাপিক্সেল ব্যাকসাইড ইল্যুমিনেটেড সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। তাদের কথা অনুযায়ী এরফলে খুব কম আলোতেও ভাল ভিডিও পাওয়া যাবে।
এতে রয়েছে ২.৭ ইঞ্চি ডিসপ্লে। সেটাও ঘুরানো যায়।
এতে এসডি/এসডিএইচসি মেমোরী কার্ড ব্যবহার করতে হবে। ছোট আকারের এই ক্যামেরা এমাস থেকেই বাজারে পাওয়া যাবে। দাম ৩০০ ডলার।

No comments:

Post a Comment