নেটবুকের খবরে এখন আর নতুনত্ব নেই। যদি সর্বশেষ অয়্যারলেস ইন্টারনেট প্রযুক্তি ৪জি সম্পর্কে আগ্রহ থাকে তাহলে একবার জেনে নিন, স্যমিসাং এর এন৩৫০ নেটবুকে রয়েছে বিল্টইন ডুয়াল মোড এলটিই এবং এইচএসপিএ প্লাস। এর অন্যকিছুতেও ঘাটতি নেই। ডুয়াল কোর এটম এন৫৫০ প্রসেসর, বয়লারপ্লেট ১০২৪ – ৬০০ রেজ্যুলুশন ১০.১ ইঞ্চি ডিসপ্লে, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ১ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, মাল্টিকার্ড রিডার এবং ৩টি ইউএসবি পোর্ট।
অন্যান্য সাধারন অয়্যারলেস কানেকটিভিটির মধ্যে ওয়াইফাই এবং ব্লুটুথ ৩.০ রয়েছে। ৩-সেল ব্যাটারী ৬.৭ ঘন্টা ব্যাকআপ দেবে। সবকিছূ মিলিয়ে এর দাম ৫৫৩ ডলার।
জার্মানীতে বিক্রি শুরু হচ্ছে এটা। অন্য যায়গায় বিক্রির শুরুর অপেক্ষা করতে পারেন।
No comments:
Post a Comment