গুগল যে পদ্ধতিতে বিভিন্ন ওয়েবসাইটের র্যাংকিং করে তাকে চ্যালেঞ্জ করেছে টেক্সাসের আদালত। ইন্টারনেটে তাদের আধিপত্যের কারনে তারা ক্ষমতার অপব্যবহার করে কিনা সেটা যাচাই করা হবে এর ফলে। ১২ বছর আগে প্রতিষ্ঠালাভের পর খুব দ্রুতই গুগল ইন্টারনেটের বাজারে সবচেয়ে ক্ষমতাশালী প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। বর্তমানে তাদের বাৎসরিক আয় ৩ হাজার কোটি ডলার।
আমেরিকার দুই-তৃতিয়াংশ সার্চ করার কাজে গুগল ব্যবহার করা হয়। বিশ্বের কোথাও কোথাও এই পরিমান আরো বেশি। কাজেই তাদের পক্ষে কোন কোম্পানীর নাম সার্চ লিষ্টে শুরুর দিকে রাখা সম্ভব। তার অর্থ সেই কোম্পানীর ব্যবসায় সহায়তা করা। বিপরীতভাবে, কোন কোম্পানীর নাম যদি শেষের দিকে যায় তাতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়। ইচ্ছাকৃতভাবে সেটা করা সম্ভব।
এর আগে একাধিক কোম্পানী এই বিষয় নিয়ে গুগলের নামে মামলা করেছে। এবারই প্রথম সেটা গ্রহন করা হল। টেক্সাস এটর্নি জেনারেলের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment